ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে চার সহোদরসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।আরো পড়ুন:নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালকইসরায়েলি হামলায় গাজা সিটিতে বহুতল ভবন ধ্বংস, নিহত ৬৫ ইসরায়েলি হামলায় গাজা সিটিতে বহুতল ভবন ধ্বংস, নিহত ৬৫ আহতরা হলেন- বাকুলিয়া গ্রামের গোলাম নবী (৬৮), তার ভাই ইসলাম হোসেন (৬৪), আমিরুল ইসলাম (৫৫), সিয়াম হোসেন (৫০) ও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন (২৮)। তাদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানান, তাদের গ্রামের সোহেল ও সাগর চিহ্নিত মাদক কারবারি। গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করছেন।...