ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, আগেই সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম। আজ সেই শঙ্কাই সত্যি হলো। সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হওয়ার প্রস্ততি নেয়ার সময় দেখলাম ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ফেসবুক আইডি ডিজেবল হওয়ার পর বিভিন্ন প্রমাণ দিয়ে আপিল করে ফিরিয়ে আনা হয়েছিল। আইডিটি ফিরে পাওয়ার পর একটি পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক থাকার কথা বলেছিলাম। এর প্রায় ঘণ্টাখানেক পর আইডিটি আবারও ডিজেবল করে দেয়া হয়। আপিল করা হয়েছে। কিন্তু নির্বাচনের আগে আইডিটি ফিরে পাব কিনা জানি না। তিনি আরও বলেন, ফেসবুক আইডি দিয়ে আমরা নির্বাচনের প্রচার চালাচ্ছিলাম। তা প্রচুর মানুষের কাছেও পৌঁছাচ্ছিল। রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এই সাইবার...