ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান বলেছেন, তদন্ত সাপেক্ষে যার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ বেরিয়ে আসবে এবং অপরাধ খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সে যদি প্রশাসনে থাকে তার বিরুদ্ধেও হবে, আবার প্রশাসনের বাইরে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মেহেদী দাবি করা বিতর্কিত নুরাল পাগলের বাড়ি ও মাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ডিআইজি মো. সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে আমাদের আইনি এবং গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে। একটি মামলা হয়েছে এবং আরও কিছু মামলা হবে। মামলার প্রেক্ষিতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সবাইকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, এখানে গণগ্রেফতার করা হচ্ছে না। সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন,...