০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পিএম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা ফাতেমা আক্তার (৫২) হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর পৌনে ১টায় কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং সড়ক অবরোধ করেন। এসময় শিক্ষার্থীরা "তুমি কে আমি কে, সুমাইয়া, সুমাইয়া", "আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব চাই", "আমার বোন কবরে, খুনি কেন বাহিরে" ইত্যাদি স্লোগান দেয়। মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, "গতকাল রাতে কুমিল্লায় সুমাইয়া ও তার মাকে ভাড়া বাসায় হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আগামী...