ঢাকা: ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ গাজা সিটিতে আরো হামলা বৃদ্ধির হুমকি দিয়েছেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আজ গাজা সিটির আকাশে এক শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে, আর সন্ত্রাসের টাওয়ারগুলোর ছাদ কেঁপে উঠবে।’কাৎজ আরো লিখেছেন, ‘গাজায় হামাসের খুনি ও ধর্ষকরা, আর বিদেশের বিলাসবহুল হোটেলে বসে থাকা নেতাদের জন্য এটি শেষ সতর্কবার্তা: জিম্মিদের মুক্তি দাও, অস্ত্র নামিয়ে রাখো — না হলে গাজা ধ্বংস হয়ে যাবে এবং তোমরা নিশ্চিহ্ন হবে।’কাৎজ বলেন, ‘আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) তাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে — আর আমরা গাজাকে পরাজিত করার জন্য অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছি।’এই বার্তাটি এমন সময় এলো যখন ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য বড় ধরনের সামরিক অভিযানের মঞ্চ প্রস্তুত করছে। উত্তর গাজার এই শহরে সাম্প্রতিক উচ্ছেদ শুরুর আগে প্রায় ১০ লাখ বাসিন্দা আশ্রয়...