চিত্রশিল্পী ও নাট্যনির্মাতা নাজমুল হক বাপ্পির চিত্রকর্ম অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রদর্শিত হতে যাচ্ছে। ‘কালারস অফ বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এ প্রদর্শনীর আয়োজন করেছে অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস। আগামী ৯ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মেলবোর্ন শহরের সোল গ্যালারী (৪২০ ব্রুন্সউইক স্ট্রিট, ফিটজরয় ৩০৬৫)–তে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। বাংলাদেশের চারুশিল্পের আন্তর্জাতিক অঙ্গনে প্রসারের লক্ষ্যে অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস এর সম্মানিত চেয়ারপার্সন নীলু রওশন মুর্শেদ–এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই আয়োজন হতে যাচ্ছে। প্রদর্শনীতে স্থান পাচ্ছেন একঝাঁক বাংলাদেশি খ্যাতনামা ও তরুণ চিত্রশিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন— এবং তরুণ শিল্পীগণ: আজমির হোসেন, সিগমা হক অংকন, নাজমুল হক বাপ্পি, পুর্নিয়া...