০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম অবশেষে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার একমাত্র আসামি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) ওমর ফারুক নিজে উপস্থিত থেকে ৮ সেপ্টেম্বর (সোমবার) ৩য় বারের মতো খুনি জুনেলের রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন। খুনি জুনেলের রিমান্ড মঞ্জুর হয়েছে এ খবর শুনে আনজুমের পরিবারের সদস্যরা ও এলাকায় সাধারণ জনগণের মধ্যে এবার অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে। উল্লেখ্য স্কুল ছাত্রী আনজুমের হত্যার ঘটনার ২ দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেফতার করলে তাদের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে সে ।...