০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর প্রতিষ্ঠার পর থেকেই অজ্ঞাতনামা ও বেওয়ারিশ লাশ দাফনকাজ ও অজ্ঞাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সংগঠনটি এবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনের নিকট বেওয়ারিশ লাশ দাফনের তালিকা হস্তান্তর করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন আনুষ্ঠানিকভাবে ২২২টি বেওয়ারিশ লাশ দাফনের পূর্ণাঙ্গ তালিকা ওসির হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাজী আরমান আদনান, সদস্য শাওন মিয়া ও রাসেল মিয়া প্রমুখ। তালিকা গ্রহণ শেষে সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, “ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর যে মহৎ কাজ করছে, তা আমাদের...