০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম ‘প্রযুক্তির যুগে, সাক্ষরতার প্রসার’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরিফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা অর্জনে সবাইকে উদ্বুদ্ধ ও সচেতন হওয়ার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত সমাজ গঠনে...