চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ছুরিকাঘাতে এক রিকশা-ভ্যান মেকানিক খুন হয়েছে। নগরীর বাকলিয়া শান্তিনগর বগারবিল এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ছুরিকাঘাতকারী যুবককে সোমবার ভোরে চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন। নিহত ৩৮ বছর বয়সী মো. শাহজাহানের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়, তবে তিনি থাকতের বগারবিল এলাকায়। সেখানে রিকশা ভ্যান মেরামতের কাজ করেন শাহজাহান। গ্রেপ্তার মো. বায়েজিদের (২৮) বাড়িও অষ্টগ্রাম উপজেলায়। ওসি ইখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহজাহানের শ্যালকের সঙ্গে এক ব্যক্তির হাতাহাতিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।” ওসি ইখতিয়ার বলেন, শাহজাহানের গ্যারেজের কাছেই তার ১৪ বছর বয়েসী শ্যালক বাদশা দইবিক্রি করেন। সেখানে সন্ধ্যায় তাহের আলী নামে এক ব্যক্তি দই কিনতে যান। দাম নিয়ে কথাকাটাকাটিতে বাদশার সাথে হাতাহাতির ঘটনা ঘটে।...