ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনাসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রতি এই আহ্বান জানান তিনি।ফারুক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল অতীতে রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণ করেছে- তারা দেশপ্রেমে আপসহীন। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদল আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। আমি সব শিক্ষার্থীকে আহ্বান জানাই, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস রেখে ছাত্রদলকে বিজয়ী করুন।তিনি বলেন, আগামী দিনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চালিকাশক্তি হবে দেশের তরুণ সমাজ। স্মার্ট বাংলাদেশের রূপরেখা বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যেই সুস্পষ্টভাবে রয়েছে। সেই ভবিষ্যতের নেতৃত্ব দেবে ছাত্রদল। তারেক...