সোমবার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষের। ফুল নিয়ে ছুটে আসেন দীর্ঘ দিনের সহযোদ্ধা, সরকারের উপদেষ্টা, উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। মানুষের কল্যাণ, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ও বদরুদ্দীন উমরের সততার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তারা। বলেন এমন দেশপ্রেমিক ব্যক্তিত্বের শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দীন উমরের জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত হবেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মোর্শেদ, মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার, শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার ও...