বলিউডের বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘কৃষ ৪’ মুক্তি পাবে ২০২৭ সালে। তবে এর শুটিং শুরু হবে আগামী বছরের মাঝামাঝি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাকেশ রোশন। সম্প্রতি ৭৬তম জন্মদিনে বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ রোশন জানান, বাজেট চূড়ান্ত হওয়ায় প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে। তাঁর ভাষায়, ‘স্ক্রিপ্টে বেশি সময় লাগেনি, চাপ ছিল বাজেট নির্ধারণে। এখন বাজেট পরিষ্কার হয়েছে, তাই আমরা এগোচ্ছি।’ রোশন আরও জানান, বিশাল প্রি-প্রোডাকশনের কারণে শুটিং দীর্ঘ হবে—২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে কাজ। আর মুক্তির লক্ষ্য ধরা হয়েছে ২০২৭...