ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার মোল্লা আজাদ। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডিসি মোল্লা আজাদ বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী, আজ ভোর ৬টা থেকে পুলিশ নিয়োজিত হয়েছে। তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এবং সবার সামগ্রিক সহযোগিতায় আশা করি নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে। মোল্লা আজাদ আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কার খবর আমরা পাইনি। তবে আমরা তৎপর আছি। জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট...