জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য প্যানেলের’ সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থিতা বাতিলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় জন। সোমবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মানজুর আল মতিন। এর আগে ৬ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী অমর্ত্য রায় জনকে জাকসু সংবিধানের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে গত ১৭ আগস্ট প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা এবং ২৫ আগস্টের খসড়া প্রার্থী তালিকা ও গত...