ওটিটি ও চলচ্চিত্রের চেয়ে বর্তমানে ধারাবাহিক এবং একক নাটকেই বেশি ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। আজ থেকে আরও একটি নতুন ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে এই তারকার। নাটকটি নাম ‘৭ কিলো ১ গ্রাম’। আজ ৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহের প্রতি সোম, মঙ্গলও বুধবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি। মোশাররফ করিম এখানে অভিনয় করছেন নতুন একটি চরিত্রে। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। এতে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরি, শফিক খান দিলু, ম আ সালাম, পঙ্কজ মজুমদার, আলমগীর হোসেন, জেবুন্নেসা সোবহান, শেখ স্বপ্না, রাশেদা আঁখী, সাবিনা রনি, জান্নাতুল স্বর্না, রিপা রঞ্জনা, মনিষা শিকদার, মারুফ মিঠু, তুহিন খান, রহিম সুমন প্রমুখ। ৭ কিলোমিটার আয়তনের ১টি...