কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় সৈকতের সমিতি পাড়া পয়েন্টে থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত জুহায়ের আয়মান (১৭) বগুড়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কাটনারপাড়ার মো. শরীফুল ইসলামের ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী ছিল। স্থানীয়দের বরাতে সি-সেইফ লাইফ গার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন, সকালে সৈকতের সমিতি পাড়া পয়েন্টে সাগরে জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়দের খবরে লাইফ গার্ড কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে মৃতের স্বজনরা সেখানে গিয়ে মৃতের পরিচয় শনাক্ত করে। মরদেহ কক্সবাজার জেলা সদর...