মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম থ্রেডস তাদের সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনছে। আগে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারতেন না কোনো পোস্ট আসলে একটি লম্বা আলোচনার অংশ কিনা অথবা পুরো থ্রেডে মোট কতগুলো পোস্ট রয়েছে। এবার সেই সমস্যার সমাধান এসেছে। কোম্পানিটি বলেছে, তারা একাধিক নতুন ফিচার চালু করছে যা থ্রেডেড পোস্টগুলোকে আরও স্পষ্টভাবে দেখাবে। এর মধ্যে অন্যতম নতুন ‘ভিউ মোর’ লেবেল। এটি কোনো পোস্ট দীর্ঘ আলোচনার অংশ কি না তার ইঙ্গিত দেবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন। এ ছাড়া, নতুন ডিজাইন এলিমেন্টে ধারাবাহিক পোস্টগুলো একসঙ্গে স্ট্যাক হয়ে দেখানো হবে। প্রতিটি পোস্টের সঙ্গে এখন যুক্ত থাকবে ক্রমিক সংখ্যা এবং পুরো থ্রেডে মোট কতটি পোস্ট আছে তার তথ্য। অর্থাৎ আর আলাদাভাবে ‘পার্ট ওয়ান অফ টুয়েলভ’ টাইপ করে জানাতে হবে না। নতুন এই টুলগুলো শিগগিরই...