জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টে রিটের খবরকে ‘গুজব’ বলেছেন সহসভাপতি (ভিপি) পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন। কিছু গণমাধ্যমে এ ধরনের প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন দাবি করে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের এই প্রার্থী সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টে রিট শিরোনামে যেসব সংবাদ হয়েছে তা সম্পূর্ণ গুজব। আমি এখনও কোনো রিট করিনি। আর রিট করলে তা নিজের প্রার্থিতা পুনর্বহাল চেয়ে করব। জাকসু নির্বাচন স্থগিত কিংবা বানচালের জন্য কোনো রিট আমি করব না।” এ বিষয়ে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকেও জানানো হয়েছে, তাদের পক্ষ থেকেও কোনো রিট করা হয়নি। রোববার বিশ্ববিদ্যালয়কে প্রার্থিতা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অমর্ত্য রায় জন। এর ফলস্বরূপ তিনি প্রার্থিতা ফেরতের জন্য রিট করতে পারেন। তবে জাকসু...