বেলা তিনটায় মিডিয়া সেশন হবে, আগেই জানানো হয়েছিল। হোটেলের লবিতে ঢুকতেই দেখা মিলল বাংলাদেশের ফুটবলারদের। তবে তাদের মুখে হাসি নেই। এর নেপথ্য কারণ সুযোগ পেয়েও প্রথম প্রীতি ম্যাচে নেপালকে পরাস্ত করতে না পারা। তবে একটা বিষয় স্পষ্ট যে, লাল-সবুজের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে হিমালয়কন্যার দেশটি। দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে শনিবার স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারেনি স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরার শিষ্যরা। তবে এই খেলার মাধ্যমে পারফরম্যান্সের উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করছেন দলের ডিফেন্ডার রহমত মিয়া। রোববার হোটেল লবিতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ফুটবলারই চেষ্টা করে নিজেদের জায়গা থেকে মাঠে ভালো করার। আমরা এখানে আসার আগে যে অনুশীলন করেছিলাম মাঠে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি। যদিও ফল নির্ভর করে ভাগ্যর ওপর। আমরা চেষ্টা...