ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানা থেকে লুট হয়ে যাওয়া একটি পিস্তলসহ মো. আবু হানিফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সোমবার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান এ তথ্য জানান। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত পৌনে ৮টার দিকে পশ্চিম মনিপুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দাউদপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত...