অধিকৃত জালিয়াতি রোধে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা একযোগে মাঠে নামে। ভিসা জালিয়াতিতে জড়িতরা শুধু প্রবেশের অধিকার হারাবেন না, তার পাশাপাশি অবৈধ অভিবাসন, অবৈধভাবে মানুষ আনা ও আশ্রয় দেওয়ার সঙ্গে যুক্ত অনেকের বিরুদ্ধেও মামলা হতে পারে। ঢাকার মার্কিন দূতাবাস ভিসা জালিয়াতির জন্য কঠোর সতর্কতা তুলেছে। তাদের বলছে, ভিসার জন্য মিথ্যা তথ্য বা ভুয়া কাগজপত্র জমা দিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের পুরো অধিকারই হারাবেন। এর মানে, আর কখনোই যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না। সোমবার (৮ সেপ্টেম্বর) ফেসবুক পেজে এ বিষয়ে আপডেট দিয়েছে দূতাবাস। এর আগে, মার্কিন দূতাবাস স্পষ্ট করে বলেছে, ভিসা জালিয়াতিতে জড়িতদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের বাংলাদেশের পুরো রাস্তা বন্ধ হবে আজীবনের জন্য। তারা জানিয়েছে, যদি কোনো...