প্রতীক্ষার প্রহর শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্ক্রিনে ভেতরের ভোট গণনা সরাসরি দেখানো হবে, যা ডাকসু নির্বাচনের ইতিহাসে একটি নতুন সংযোজন। নতুন খবর হলো, এদিন ভোটকেন্দ্রসমূহের ব্যালট বাক্স সকাল সাড়ে ৭টায় প্রদর্শন করে সিলগালা করে দেওয়া হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে সংবাদ সংগ্রহকারী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি কামনা করে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হবে। এ সময় কেন্দ্রগুলোতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর...