বিশ্বকাপ বাছাইয়ে আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার ভোর) বলিভিয়ার এল আল্টো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি অনুশীলনে তার দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন। ট্যাকটিক্যাল অনুশীলনে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন ব্রাজিল কোচ। ইএসপিএন তাদের রিপোর্টে বলছে, ফ্যাব্রিসিও ব্রুনো, আলেক্সসান্দ্রো এবং লুকাস পাকেতা পুরো সময় ধরে অনুশীলন করেছেন। এর মানে তারা বলিভিয়ার বিপক্ষে শুরু থেকেই একাদশে নামতে পারেন। পাকেতা চিলির বিপক্ষে বদলি নেমে গোল করেছিলেন। এছাড়া কাসেমিরোর বদলে দলে আসতে পারেন আন্দ্রে সান্তোস। তবে আক্রমণভাগ এবং ডিফেন্সের লাইনআপ নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা আছে। অনুশীলনের আক্রমণে রিচার্লিসন নিজের জায়গা ফিরে পেয়েছেন,...