বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন পেলেন রাষ্ট্রীয় সম্মাননা। প্রায় ছয় দশকের সংগীতজীবন শেষে তিনি যেন নতুন এক আবেগে সিক্ত করলেন দর্শক-শ্রোতাদের। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয় তার একক সংগীতানুষ্ঠান ও সংবর্ধনা। এটি আয়োজিত হয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত লেখক ও রাজনীতিক বদরুদ্দীন উমর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দেখানো হয় সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। সেখানে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মী ও অনুজ শিল্পীরা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সাবিনা ইয়াসমীনকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মাননা প্রদান। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিল্পীর হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন। তিনি বলেন, ‘আজকে যাকে সম্মাননা দিচ্ছি তিনি আমাদের কিংবদন্তি, সত্যিকারের গৌরব।’ এই সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা...