খবর টি পড়েছেন :২২৩ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে শিরোপা জিতলেন স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজ। ৭ সেপ্টেম্বর রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে আলকারাজ ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে সিনারকে পরাজিত করেন। এতে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জয়ের পাশাপাশি টেনিসে পুরুষ এককে আবারও বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন তিনি। ওই জয়ের মাধ্যমে উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হারের প্রতিশোধও নিলেন আলকারাজ। সর্বশেষ সাত মুখোমুখির ছয়টিতেই জয় এসেছে তার র্যাকেট থেকে।সেপ্টেম্বর ২০২৩-এর পর এই প্রথম বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরলেন ২২ বছর বয়সী এই স্প্যানিশ। এত অল্প বয়সেই আলকারাজের ঝুলিতে এখন ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপা।উল্লেখ্য, ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কারণে ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হয়। ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে ইতালির ইয়ানিক...