গত রোববার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী জানালেন, এই মুহূর্তে তিনি প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে—কখনো তার সম্পর্ক নিয়ে, তো কখনো গুরুত্বপূর্ণ অন্য কোনো বিষয়ে। বিষয়টি বুঝে ওঠার আগেই বাধ্য হয়ে পুলিশের সাহায্য নিতে হয়েছে তাকে।দেবচন্দ্রিমা বলেন, ‘নিজ আবাসনে চরম হেনস্তার শিকার হয়েছি, যা দুঃস্বপ্নেও ভাবিনি। আমি এতটা আতঙ্কিত যে নিজের শহরটাকেও চিনতে পারছি না। এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি, কিন্তু আজ এই জন্মভূমি যেন অপরিচিত হয়ে দাঁড়িয়েছে।’আমি সুস্থ, আলহামদুলিল্লাহ : আরশ খাননিজের সুরক্ষার জন্য কলকাতা পুলিশের সহযোগিতায় দেহরক্ষী পেয়েছেন এই অভিনেত্রী। তবে তিনি জানালেন, ‘আমি দেহরক্ষী নিয়েই ঘোরার মতো মানুষ নই, কিন্তু এই পরিস্থিতিতে অন্য কোনো উপায় নেই।’যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, দেবচন্দ্রিমা ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো নিজের শহর ছেড়ে অন্যত্র চলে...