জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন।তিনি বলেন, জাকসু নির্বাচনে ভিপি পদ থেকে অমর্ত্য রায় জনকে বাদ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান মানজুর আল মতিন।তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচন স্থগিতের যে খবর বেরিয়েছে, সেটা সত্য নয়। নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই সব প্রক্রিয়া শেষে অমর্ত্য রায় জানতে পারে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাকে কোন চিঠি দেওয়া হয়নি, শুনানির সুযোগ দেওয়া হয়নি।জাকসুর ভিপি পদ থেকে বাদ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে...