বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করা হবে। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরগাঁও জেলা বিএনপির বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বেলা ১১টা ১৫ মিনিটে জেলা স্কুল বড় মাঠে আয়োজিত সম্মেলনে অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয়...