ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জনারণ্য; ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। একের পর এক সংবাদ সম্মেলন, প্রার্থীদের প্রচারণায় সরব চত্বরটিতে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেল ডাকসু সংগ্রহশালাতে। বাংলাদেশের ইতিহাসের নানা দুর্লভ চিত্র ও নিদর্শনে সাজানো সংগ্রহশালাটিতে নেই দর্শনার্থীদের ভিড়। রোববার দুপুর থেকে অন্তত দু’বার সংগ্রহশালাটিতে প্রবেশ করে একই রকম চিত্র দেখা গেছে। গত এক সপ্তাহে সংগ্রহশালাটিতে প্রবেশ করা হয়েছে পাঁচবার; তাতে একবার কেবল তিনজন দর্শনার্থীকে পাওয়া গেছে, যারা সংগ্রহশালাটিতে পরিদর্শন করেছেন। তাদের একজন সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফসান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর খুব আগ্রহ নিয়েই সংগ্রহশালায় গিয়েছিলাম। এখানে অনেক দুর্লভ আলোকচিত্র আছে। “এজন্য আমি বন্ধুদের নিয়ে মাঝে মাঝে আসি। এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব হয়।” কিছুটা হতাশাও ঝরে রাফসানের কণ্ঠে। তিনি...