শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, পূজা উপলক্ষে বসা মেলায় কোনোভাবেই মদ বা গাঁজার আসর চালানো যাবে না। পূজামণ্ডপগুলোতে টানা ২৪ ঘণ্টা নজরদারি থাকবে এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সারাদেশের প্রতিটি মণ্ডপেই আনসার মোতায়েন থাকবে। তিনি আরও জানান, ঢাকায় প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট লাইনের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে হবে।...