জ্যানিক সিনারকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন কার্লোস আলকারাজ, জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ইশিবা, দায়িন্ত্ব নিলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী -- বিশ্বের সব খবর একসাথে এখানে৷ ইটালির জ্যানিক সিনারকে চার সেটে হারিয়ে পুরুষদের ইউএস ওপেনের খেতাব জিতলেন স্পেনেরকার্লোস আলকারাজ। খেতাবের পাশাপাশি সিনারকে সরিয়ের্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এলেন তিনি। খেলার প্রথম গেমেই সিনারের পয়েন্ট ব্রেক করে এগিয়ে যান আলকারাজ। আধঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই প্রথম সেটটি ৬-২-এ জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে অবশ্য আলকারাজকে দাঁড়াতে দেননি সিনার। ৬-৩-এ জেতেন দ্বিতীয় সেট। তৃতীয় সেটে ফের জ্বলে ওঠেন আলকারাজ। ৬-১-এ জেতেন তৃতীয় সেট। চতুর্থ সেটে মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে যান সিনার। চতুর্থ সেটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিনার। শেষে একটি নিখুঁত এস সার্ভ করে ম্যাচ জেতেন আলকারাজ। এর...