দেশের বাম তত্ত্বচর্চার মহিরুহ, সমাজতান্ত্রিক ভাবুক, গবেষক ও লেখক বদরুদ্দীন উমরের প্রতি শেষশ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকালে তাঁর মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ মানুষও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও ফরিদা আখতারও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর জানাজার পর জুরাইন কবরস্থানে মা–বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। গতকাল রোববার রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান বদরুদ্দীন উমর। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান...