এ মাসের শেষ দিকে তিনটি যুগান্তকারী ডিভাইস উন্মোচন করতে পারে ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। এ বছর নিজেদের ফোল্ডএবল ফোনকে আরও উন্নত করার পর এখন মোবাইল ডিভাইসের তালিকা আরও বড় করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এই নির্মাতা। সেই ধারাবাহিকতায়, এ মাসের শেষ দিকে তিন ধরনের নতুন ডিভাইস বাজারে আনতে পারে কোম্পানিটি। যার মধ্যে একটি স্যাসমাংয়ের প্রথম এক্সআর হেডসেট বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্যামমোবাইল। প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এক লঞ্চ ইভেন্টে তিনটি নতুন ডিভাইস উন্মোচন করবে স্যামসাং। এগুলো হচ্ছে– ১. ট্রাই ফোল্ড গ্যালাক্সি ফোন বা গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড হতে পারে। এসব ডিভাইসের মধ্যে দুটি ডিভাইস খুব একটা চমকজাগানিয়া নয়। কারণ, স্যামসাং আগেই গুগল ও কোয়ালকমের সঙ্গে মিলে তাদের এক্সআর হেডসেট তৈরির ঘোষণা দিয়েছিল। অ্যান্ড্রয়েড এক্সআর চালানোর প্রথম...