বসার জায়গার আশপাশে অনেক সময় ডায়েরি বা ব্যক্তিগত জার্নাল থাকে। ডায়েরি একজন ব্যক্তির অত্যন্ত ব্যক্তিগত ও স্পর্শকাতর জিনিস। এর মধ্যে থাকে লেখকের একান্ত ব্যক্তিগত চিন্তা, অনুভূতি ও গোপন কথা। তাই অন্যের ডায়েরি দেখলে হাত দেওয়ার মতো ভুল করবেন না। কারণ, এটি অন্যের বিশ্বাস ও গোপনীয়তার প্রতি চরম অসম্মান। ফটো অ্যালবামও একজন ব্যক্তি ও তাঁর পরিবারের একান্ত ব্যক্তিগত স্মৃতি জমানোর জায়গা। এতে এমন অনেক মুহূর্তের ছবি থাকতে পারে, যা তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে চান না। তাই অনুমতি ছাড়া ছবির অ্যালবাম খুলে দেখা অনুচিত। বাড়ির কেউ যদি আপনাকে তাঁদের পুরোনো স্মৃতি দেখাতে চান, তাহলে তাঁরা নিজেই অ্যালবামটি নিয়ে আসবেন এবং ছবির পেছনের গল্পগুলো বলবেন। হয়তো ভীষণ গরমে যানজট ঠেলে অন্যের বাড়িতে গেছেন, স্বাভাবিকভাবেই আপনার তেষ্টাও পেয়েছে খুব। আর হাতের কাছেই...