ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু—শুধু শিক্ষার্থীদের একটি নির্বাচিত ফোরাম নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য প্রতিষ্ঠানের নাম। মুক্তিসংগ্রাম থেকে শুরু করে সামরিক স্বৈরশাসনবিরোধী আন্দোলন—প্রতিটি জাতীয় সংকটে ডাকসু নেতৃত্ব দিয়েছে, দেশকে পথ দেখিয়েছে। এই ঐতিহ্য শুধু প্রজন্মের পর প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা ছড়ায়নি, বরং জাতির সামনে একটি দিশারি হিসেবে থেকেছে। অথচ দীর্ঘ প্রায় তিন দশক ডাকসু নির্বাচন বন্ধ ছিল। ২০১৯ সালে নির্বাচন ফিরে এলে অনেকেই ভেবেছিল, এবার হয়তো শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলবে। কিন্তু সে আশার ফলাফল ছিল হতাশাজনক। সেই প্রেক্ষাপটে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিক্ষাঙ্গন যেমন উচ্ছ্বসিত, তেমনি সংশয়ও বিদ্যমান। অনেকের মনে প্রশ্ন—এবার কি সত্যিই নতুন ভোর আসবে, নাকি পুরনো অন্ধকারই ঘনীভূত হবে? ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এই নির্বাচনের তাৎপর্যকে নতুন মাত্রা দিয়েছে।...