ঢাকা: সারাবিশ্বের কোটি মানুষ উপভোগ করলো মহাজাগতিক এক নিদর্শন। রোববার বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। ‘ব্লাড মুন’ নামের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে শিশু-কিশোর-ছেলে-বুড়ো অনেকেই ছাদে চন্দ্রাহত হয়ে থাকলেন গভীর রাত পর্যন্ত।রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে ৯টার দিকে বাংলার আকাশে ধরা দেয় চাঁদের এক অন্য রূপ। রাজধানী ঢাকাসহ দেশের আকাশে দেখা ভিন্ন এক দৃশ্য। বাহারি রূপকের মতো চাদের রূপেও আছে বৈচিত্র আর বৈশিষ্ট্য। পূর্ণিমার ভরাট চাঁদ দেখে বিমোহিত হয় না এমন মানুষ পাওয়া দুস্কর। অবাক চোখে আকাশের পানে চেয়ে চন্দ্রাহত হতে ভালবাসে মানুষ।এএফপির দেয়া এক প্রতিবেদনের তথ্যে জানা গেছে, রোববার উত্তর আমেরিকার দেশগুলো থেকে চন্দ্রগ্রহণ দেখা যায়নি। তবে আলাস্কার সুদূর পশ্চিমাঞ্চল থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে বলে জানা যায়। এছাড়াও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের আকাশে...