সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা আরশ খান। সেখানে ধূমপান ও ভেপ গ্রহণের কঠিন পরিণতির কথা জানিয়ে ভক্তদের সতর্ক করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সতর্কতামূলক ওই পোস্টে আরশ খান লেখেন, ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এ পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ব্যাপক আলোড়ন শুরু হয়ে যায় বাংলাদেশি নেটিজেনদের মধ্যে। বিচলিত হয়ে পড়েন আরশের অনেক ভক্তও। এবার বিষয়টি নিয়ে আরও একটি পোস্ট করেছেন আরশ। সেখানে ভক্তদেরকে জানিয়েছেন নিজের ফুসফুস আর স্বাস্থ্যের সবশেষ অবস্থা। সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে আরশ খান বলেন, আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে ICU পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান এমনটা না করার...