আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে জাপান। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মাত্র এক বছরের কম সময় দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক দেশ জাপান বর্তমানে একাধিক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে—প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, চীনের ক্রমবর্ধমান প্রভাব ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট। এসব সমস্যা তরুণ প্রজন্মকে রাজনীতির প্রতি হতাশ করে তুলেছে। তবে ইশিবার পদত্যাগে দেশটিতে নেতৃত্ব সংকট আরও গভীর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ব্রুকিংস ইনস্টিটিউশনের এশিয়া পলিসি স্টাডিজ সেন্টারের পরিচালক মিরেয়া সোলিস সতর্ক করে বলেছেন, জাপান আবারও ‘অস্থির নেতৃত্বের রাজনীতিতে’ ফিরে যেতে পারে। এমন পরিস্থিতিতে দেশটিতে একের পর এক প্রধানমন্ত্রীর বদল ঘটবে অথবা উল্টো ডানপন্থি জনতাবাদী রাজনীতির উত্থান আরও জোরদার হতে পারে। গত কয়েক দশক ধরে স্থিতিশীল অর্থনীতি থাকা সত্ত্বেও বর্তমানে জাপানে মূল্যস্ফীতি প্রায়...