বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আভাস দিয়েছেন ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা একাধিক ফুটবলার ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন। ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষা চালালেও জয় ছাড়া কিছুই ভাবছেন না আর্জেন্টিনার কোচ। ভেনেজুয়েলা ম্যাচে বদলি নামা লাউতারো মার্টিনেজকে শুরু থেকে দেখা যেতে পারে ইকুয়েডর ম্যাচে। পুরোপুরি ফিট না থাকায় ভেনেজুয়েলা ম্যাচ না খেলা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন।বিশ্বকাপজয়ী ফুটবলার মেসি আগেই জানিয়েছেন, ইকুয়েডর ম্যাচ খেলবেন না তিনি। ফলে, স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইনে আসছে পরিবর্তন। ভেনেজুয়েলার বিপক্ষে নিকোলাস পাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো। তবে ইকুয়েডর ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে একাদশ নাও দেখা যেতে পারে।আক্রমণভাগে লাউতারোর সঙ্গে হুলিয়ান...