ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতি অভিযোগ জানিয়ে বলেছেন, তাঁর দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তিন দেশ ‘বেপরোয়া’ কৌশল অনুসরণ করছে। সতর্ক করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের (ইউরোপের এ তিন দেশের) জোটবদ্ধতা বিশ্বজুড়ে ইউরোপের যে অবস্থান রয়েছে, সেটিকে খর্ব করবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানে গতকাল রোববার লেখা এক নিবন্ধে আব্বাস আরাগচি এসব কথা বলেন। ইউরোপের এ তিনটি দেশকে ‘ইথ্রি’ হিসেবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ তিনটি এমন একটি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত এগিয়ে নিচ্ছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। এর কোনো আইনি মানদণ্ড নেই। এটা ব্যর্থ হতে বাধ্য। আব্বাস আরাগচি লেখেন, ‘আসল সত্যটা হলো, তারা (ইথ্রি) ইচ্ছাকৃতভাবে একটি বেপরোয়া পদক্ষেপ নিতে যাচ্ছে। গুরুতর ভুল অনুমানের ওপর ভিত্তি করে নেওয়া এ পদক্ষেপ...