অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর, শাশুড়ি ও খালা শাশুড়িকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত এরিন প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার অস্ট্রেলিয়ার এক আদালতে বিচারক রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, ৩৩ বছরের আগে এরিনের প্যারোলে মুক্তি পাওয়ারও সুযোগ নেই। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, ৫০ বছর বয়সী এরিন প্যাটারসনকে তিনজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় গত জুলাই মাসে। এরিন ২০২৩ সালে তাঁর স্বামীর মা-বাবা ও খালা-খালুকে নিজ বাড়িতে দুপুরের খাবারের সময় বিফ ওয়েলিংটনের মধ্যে বিষাক্ত মাশরুম মিশিয়ে খাইয়েছিলেন। ওই ঘটনায় স্বামীর মা-বাবা ও খালা মারা যান। মেলবোর্নের ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টের বিচারক বলেন, ‘দোষী এরিন প্যাটারসন তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়দের প্রতি কোনো দয়া দেখাননি। তিনি তাদের প্রত্যেককে বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম দেওয়া বিফ ওয়েলিংটন পরিবেশন করেছিলেন।’ শাশুড়ি...