প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারির জন্মদিন আজ ৮ সেপ্টেম্বর। তার জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ভক্ত, দর্শক-শ্রোতা, বন্ধু, শুভাকাঙ্খিদেরকে উপহার হিসেবে দিলেন ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারি’। শিল্পীর দীর্ঘ বর্ণাঢ্য জীবন ও কর্মের সকল কিছু এই ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত হলো। দেশ-বিদেশের দর্শক-শ্রোতারা ভিজিট করলে পাবেন শিল্পীর জীবনী, সকল গান, অডিও, ভিডিও, শিল্পীর পুরস্কার, অর্জনের তথ্য, সকল অ্যালবামের তথ্য, সকল গানের তথ্য, গুরুত্বপূর্ণ স্থিরচিত্র, প্রকাশিত সংবাদ, সাক্ষাৎকার, মিডিয়ার কার্যক্রম, শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের তথ্য, যে কোন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার মাধ্যম ইত্যাদি। ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ ওয়েব প্ল্যাটফর্মটির কনসেপ্ট ও ডেভেলপমেন্ট করেছে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লিঃ’। ডিজিটাল আর্কাইভ নিয়ে ইয়াসমিন মুশতারি বলেন, ‘আমি মূলত গানের মানুষ। সেই ছোটবেলা থেকে গান নিয়েই আছি। সংগীতসাধনা, পরিবেশনা, প্রশিক্ষণ...