বাইক প্রেমীদের কাছে ইঞ্জিন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো চেইন। কারণ চেইনই বাইকের মূল চালিকা শক্তিকে চাকায় পৌঁছে দেয়। নিয়মিত যত্ন না নিলে চেইনে মরিচা পড়ে, শব্দ হয়, মাইলেজ কমে যায়, এমনকি হঠাৎ চেইন ছিঁড়ে দুর্ঘটনারও ঝুঁকি থাকে। তাই চেইনের নিয়মিত পরিষ্কার ও লুব্রিকেশন বাইকের পারফরম্যান্স বজায় রাখার অন্যতম শর্ত। ১. সঠিক জায়গা বেছে নিনবাইক স্ট্যান্ডে রেখে সমতল জায়গায় কাজ শুরু করুন। সম্ভব হলে সেন্টার স্ট্যান্ড ব্যবহার করুন, এতে চাকা ঘোরানো সহজ হয়। ২. প্রয়োজনীয় সরঞ্জামব্রাশ (বিশেষ করে চেইন ব্রাশ বা পুরনো টুথব্রাশ), কেরোসিন বা চেইন ক্লিনার স্প্রে, শুকনো কাপড় বা টিস্যু ৩. ময়লা পরিষ্কারপ্রথমে চেইনে কেরোসিন বা ক্লিনার স্প্রে করুন। কয়েক মিনিট অপেক্ষা করুন যাতে জমে থাকা তেল ও ময়লা নরম হয়ে আসে। এরপর ব্রাশ দিয়ে ধীরে ধীরে...