অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিতে একসঙ্গে কাজ করবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও মিলভিক বাংলাদেশ লিমিটেড। এ জন্য প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মিলভিক বাংলাদেশ ডিজিটাল স্বাস্থ্যসেবা ও বিমাসেবা প্রদানকারী শীর্ষস্থানীয় একটি সুইডিশ হেলথটেক প্রতিষ্ঠান। রোববার (৭ সেপ্টেম্বর) মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। মিডল্যান্ড ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান ও মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শিহাব উদ্দিন চৌধুরী চুক্তিতে সই করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল প্রযুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে কাজে লাগিয়ে দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও সরবরাহ উন্নত করাই এই কৌশলগত অংশীদারত্বের লক্ষ্য। এ সহযোগিতা শুধু নগর এলাকায় নয় বরং গ্রামীণ ও দুর্গম অঞ্চলেও স্বাস্থ্যসেবার সুযোগ বিস্তৃত করবে, যাতে...