ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার। এর ঠিক আগের দিন ছাত্রদল মনোনীত ভিপি, জিএস ও এজিএসপ্রার্থীদের আইডি ডিজেবল করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। প্রথমে আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল হয়। সোমবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আবারো ডিজেবল করে দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।’ এরপর শেখ তানভীর বারী হামিমের আইডিও বিকল হয়। তাদের আইডি যাওয়ার বিষয়টা ফেসবুকে জানান তানভীর আল হাদী মায়েদ। এরপর তার আইডিও ডিজেবল হয়ে পড়ে। এদের মধ্যে হামিম অবশ্য তার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে...