কেন জরুরি- পুরনো সফটওয়্যারে নিরাপত্তা ফাঁক থাকতে পারে, যেটা হ্যাকাররা কাজে লাগাতে পারে।- আপডেটের মাধ্যমে ডিভাইস আরও সুরক্ষিত হয়।- অনলাইনে সতর্কভাবে চলাফেরা করুনইন্টারনেটে আপনি কী ক্লিক করছেন, কার থেকে লিঙ্ক আসছে, কোন অ্যাপে ঢুকছেন—এই সবকিছুর প্রতি সচেতন থাকাটা খুব দরকার।মনে রাখবেন,- অপরিচিত লিঙ্ক বা মেসেজে ক্লিক করবেন না।- কোনো বন্ধু বা পরিচিতজন লিঙ্ক পাঠালে নিশ্চিত হন সেটা সত্যিই সে পাঠিয়েছে কি না।- অজানা অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ এবং পারমিশন ভালো করে দেখে নিন।অতিরিক্ত টিপস- টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু করুন।- ফ্রি Wi-Fi ব্যবহার করার সময় সাবধান থাকুন।- অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখা খুব কঠিন কিছু না। শুধু একটু সচেতন হলেই আপনি হ্যাকার বা অনলাইন প্রতারকদের ফাঁদ থেকে নিরাপদ থাকতে পারেন। মনে রাখবেন, প্রযুক্তি যেমন সুবিধা দেয়, তেমনই কিছু...