জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন বদরুদ্দীন উমর। তিনি ছিলেন একজন প্রতিথযশা ব্যক্তিত্ব। সোমবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের তিনি এ প্রতিক্রিয়া জানান। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ও মুজিবের শাসনামলকে বদরুদ্দীন উমর ফ্যাসিবাদি আন্দোলন হিসেবে চিহ্নিত করেন। শুধু তাই নয়, জুলাই আন্দোলনকে গণ-অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি আরও বলেন, ন্যায়ের পক্ষে লড়াই করায় জাতি আজীবন বদরুদ্দীন উমরকে স্মরণ করবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর। তিনি বাহাত্তরের সংবিধানের বিপক্ষে অবস্থান নেন।...