মাসউদ আহমাদবাংলাদেশের সাহিত্যরুচির প্রেক্ষিতে ইমদাদুল হক মিলন এক বিস্ময়কর লেখক। বিস্ময়কর, কেননা এখানে একসময় গল্প ও উপন্যাসের পাঠকের মানসজগত ও প্রিয়তার জায়গাটি প্রবলভাবে দখল করেছিলেন পশ্চিমবঙ্গের কয়েকজন লেখক। পাঠকের পাঠতৃষ্ণা পূরণে তাঁরা একচেটিয়া ভূমিকা রেখেছেন বছরের পর বছর। মুত্তিযুদ্ধের পর বাংলাদেশে গদ্যরচনা বা ভালো গদ্যশিল্পী বলতে যা বোঝায়, তার বেশ সংকট ছিল। তখন শওকত ওসমান, শওকত আলী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, আবদুল মান্নান সৈয়দ, মাহমুদুল হক, আখতারুজ্জামান ইলিয়াস প্রমুখ প্রতিষ্ঠিত গদ্যশিল্পী। কিন্তু একইসঙ্গে কয়েকজন লেখক পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারার সেই প্রবল প্রতাপ সরিয়ে ক্রমশ জায়গা করে নিতে নিতে পাঠককে বাংলাদেশের গল্প-উপন্যাসের দিকে মুখ ফিরিয়ে এনেছেন। এঁদের অন্যতম ইমদাদুল হক মিলন। তখনো জনপ্রিয় ধারার সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদের আবির্ভাব ঘটলেও বিস্তার ঘটেনি। ইমদাদুল হক মিলন ততদিনে এতটাই জনপ্রিয় লেখক হিসেবে...