০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অবস্থিত হুন্দাই ও এলজি এনার্জির যৌথ মালিকানাধীন একটি বিশাল কারখানায় মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) একটি ব্যাপক অভিযান চালিয়েছে। অভিযানে ৪৭৫ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে প্রায় ৩০০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। এক দক্ষিণ কোরিয়ার শ্রমিক, যিনি নাম প্রকাশ না করার শর্তে বিবিসির সঙ্গে কথা বলেছেন, বলেন, অভিযানের সময় কারখানায় আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। এটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ‘'অপারেশন ল ভোল্টেজ’ নামের এই অভিযান শুরু হয়। অভিযানের লক্ষ্য ছিল কারখানায় সম্ভাব্য অবৈধ কর্মী শনাক্ত করা। আইসিই কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের...